মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

বীর্য মেরুদন্ড ও বক্ষ পাজরে অবস্থিত

বীর্য মেরুদন্ড ও বক্ষ পাজরে অবস্থিত

১৪০০ বছর আগেই মানব শরীরে বীর্য্যের অবস্থান সম্পৰ্কে কুরআনূল কারীমে উল্লেখিত হয়েছে। অথচ এই যুগের চিকিৎসা বিজ্ঞানীরা ওটাই বলে বাহাদূরী করেন যাহা মহান আল্লাহ ১৪০০ বছর আগেই বলে দিয়েছেন।কিসের এত বাহাদূরী আমাদের? আমরা সৃষ্টি হয়েছি সবেগে স্খলিত পানি বা বীর্য থেকে।মহান আল্লাহ বলেছেনঃ"মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃষ্টি হয়েছে। সে সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি বা বীর্য থেকে। যাহা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষ পাজরের মধ্য থেকে। নিঃশ্চয় তিনি (আল্লাহ) তাকে ফিরিয়ে নিতে সক্ষম।"***সূরা আত্ব-তারিক্বঃ আয়াতঃ ৮৬:৫-৮।অপর একটি আয়াতে (ওহীর মাধ্যমে কুরআনে নাযিলকৃত দ্বিতীয় আয়াত) মহান আল্লাহ বলেছেনঃ"তিনি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে।"***সূরা আলাক্বঃ আয়াতঃ ৯৬:২।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন