অসমাপ্ত ভালবাসা...!!
একটা ছেলে একটা মেয়ে কে ভালবাসে। মেয়েটি এই কথা জানে কিনা ছেলে টি জানে না। আবার এই বিষয় টা মেয়েটি জানলে বিশ্বাস করবে কিনা তাও জানে না। অবশ্য মেয়েটির বিশ্বাস করার কথাও না। কারন পরিচয় মাত্র ৩-৪ দিনের। তাও আবার এখনও দেখা হয়নি কারও সাথে কারও। শুধু উন্নত প্রযুক্তির গুনে তাদের মাঝে এই যোগাযোগ। আবার মেয়েটি ছেলেটিকে ভালবাসার মত কোন কারন ই নেই। তবু ছেলেটি সব জেনেও মেয়েটিকে ভালবাসে। আসলে ছেলেটি ভালবাসা কি বুঝত না। কিন্তু কোন এক অজানা কারনেই সে এই মেয়েটি কে কেন জানি সবসময় মিস করে। কারনে অকারনে মেয়েটিকে নিয়ে চিন্তা করে। কিন্তু কেন করে তা জানে না। তবে সে বুঝ তে পারে এটার নামেই ভালবাসা। তবু ছেলেটির মনে ভয় যে তার এই ভালবাসা সফল হবে না। তাই সে মেয়েটিকে বলতে সাহস পায় না। জীবনে যে ছেলেটি কোন কিছু কে তুয়াক্কা করত না হঠাত করে একটি মেয়ের সাথে পরিচয় তার জীবন টাকে উলট পালট করে দিয়েছে তা ভেবে সে অবাক। তার তো আরও অনেক মেয়ে বান্ধবী বা পরিচিত মেয়ে আছে। অনেকেই খুব সুন্দরিও বটে। কিন্তু কাও কে সে কোনদিন মিস করে নি ভাবে কাও কে সে এমন ভাবে ভাবেনি কখনও। তার মনে কখনও ভালো বাসা নামক চিন্তাই আসেনি। কিন্তু এই হঠাত করে তার কি হল। সে মেয়েটিকে দেখেনি। কিন্তু কিসের আকর্ষণে সেই এই মেয়েটির প্রতি এত দুর্বল। তার মনে হয় এই মেয়েটির কাছে সে এমনি দুর্বল যে রকম দুরবলতা তার সাড়া জীবনে সৃষ্টি হয়নি। কিন্তু ছেলেটি জানে তার এই অবুঝ মনের এই ভালবাসা কখনও পাবেনা পূর্ণতা। আর মেয়েটি কি ভাবে তা জানে না সে। তবে তার মনে একটাই চাওয়া মেয়েটি যদি কখনও এই কথা জানতে পারে তাহলে তাকে যেনও ভুল না বুঝে। কারন কাও কে ভালবাসা তো আর অপরাধ না। আর সে মেয়েটিকে ভালবাসে কিন্তু এর বিনিময়ে মেয়েটিকে সে বলবেনা যে মেয়েটিও যেনও তাকে ভালবাসে। কারন সে বুঝতে পেরেছে ভালবাসা মন থেকে হয় জোর করে হয় না। আর সে চায় মেয়েটি যদি এই ভালবাসার কথা জানেও তবে যেনও ভুল বুঝে দূরে না চলে যায়। ভালবাসতে না পারুক অন্তত বন্ধু হিসেবে পাশে থাকবে এটাই ছেলেটির আশা। তবে ছেলেটির কেন জানি খুব ভয় হয়। কন্তু ভয় হলেই কি ছেলেটির কানে কানে যে কেও বলবে যে ভয় নেই আমি আসি তোমার পাশে এমন কেও কি আছে...???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন