সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

ভালবাসা কি এমনি হয়

ভালবাসা কি এমনি হয়
আমি জেসি আর ও লাভিন। লাভিন রোমানিয়ান রাজ  বংশোদ্ভূত  ছিল। জেসি খুব খুব সাধারন একটা ছেলে। প্রকৃতপক্ষে ডেন্মারকের একজন নাগরিক। কিন্তু  আমার বয়স যখন চার কি পাচ তখন ডেন্মারকে এক ভূমিকম্পে  অনেক  ক্ষয়ক্ষতি হয়,  বিশেষ  করে গ্রীনল্যাণ্ড  দ্বীপের। আমি আমার  পরিবারকে হারায়। সেদিন ক্রিসমাস ডে ছিল। আমার বাবা একজন বিজনেস ম্যান ছিলেন। সেই সূত্রে বিভিন্ন দেশে উনার ক্লায়েন্ট ছিল। জশ্রুধা  রুধি  আন্টি  ছিলেন  খুবই পরিচিত একজন। তিনি ওই বছর আমাদের সাথে ক্রিসমাস ডে  উদযাপনের  জন্য  তার স্বামীর সাথে গিয়েছিলেন। সেদিনের সেই ভুমিকম্পে তার স্বামি আরনলদ রুধি  নিখোজ হন। আর খুজে পাওয়া যায় নি তাকে। জশ আন্টি  আমায় নিয়ে কলকাতায় চলে আসেন।ভালই ছিলাম বারটি বছর।জশ আন্টির  মৃত্যুর  পরে  আমি কলকাতায় আর থাকতে পারি নি। হিন্দু-মুস্লিম দাঙ্গার সময় আমি শ্রীলঙ্কাতে চলে আসি। কিন্তু পালিয়ে এসে আমি কোনদিক  খুজে পাচ্ছিলাম না। গত তিনদিন ধরে আমি এক জঙ্গলে শুধু  নারকেলের পানি আর  তিতা জাতীয় কি যেন একটা ফল খেয়ে বেচেছিলাম। আমার এমন রক্ত বমি শুরু হল যে আমি চিল্লাতে চিল্লাতে  জঙ্গলের বাইরে আসার পথ খুজতে থাকি। মারামি  বস্তাম আমাকে ওই অবস্থায় দেখে ওদের বাড়িতে নিয়ে যায়।ওর কেউ ছিল না। একাই একটি বাড়িতে থাকতো। আমাকে সুস্থ করে তুলতে ও খুব সেবা-যত্ন করে।কেমন যেন মায়া  পড়ে যায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন