মানুষের জীবনে এত কষ্ট কেন?
একটা টি-শার্ট ৪ বছর পরার পর যখন
বগলতলার অংশ
ছিড়ে যায়। তখনও যেই ছেলেটা বলে।
থাক, আর কয়দিন পরে একটা টি-শার্ট
কিনবো, চলেতো? - সেই ছেলটাই
মধ্যবিত্ত" যেই ছেলেটা, ১৫ টাকার
সি,এন,জি ভাড়া বাঁচিয়ে ১০ কিলো
রাস্তা অনায়াসে হাওয়া খেয়ে
পায়ে হেটে প্রতিদিন যাতায়াত
করে: -
সেই ছেলেটাই মধ্যবিত্ত: যে
ছেলেটার পকেট শূণ্য হওয়ার পরও,
ফ্যামিলিতে সব টাকা দিয়ে
বলে,নাহ,
আমার কাছে পর্যাপ্ত টাকা আছে।
লাগবেনা চলবে, -
সেই ছেলটাই মধ্যবিত্ত: "নিজের
সবচেয়ে পছন্দের জিনিষ নষ্ট হওয়ার পরও
যে বন্ধুকে বলে। ধুর, শালা রাম ছাগল
,এ্যাইডা আর এমন কি,? তুই
চাইলে তো আমার জান হাজির, -সেই
ছেলেটাই মধ্যবিত্ত: "যে ছেলেটা
বনফুলের মতো ফার্ষ্টশপে সাজানো,
বার্গার, লাচ্চি দেখে, একটু দুরে, চা
ষ্টলে এসে বনরুটি পানি, খেয়ে
বার্গার,লাচ্চির স্বাদ নেয়। -সেই
ছেলেটাই মধ্যবিত্ত: "যে ছেলেটার ৪
বছর ব্যবহার করা জাভা
মোবাইলের কিপ্যাড গুলো উঠে
গেছে, রাতে ভাবে, কাল একটা
এণ্ড্রয়েড কিনেই ফেলবো, কিন্তু ভোর
হওয়ার পর ভাবে চলছে, আর কয়টা দিন
চলুক,নাঃ -সেই ছেলেটাই মধ্যবিত্ত: -
যে ছেলেটা নিজের শত কষ্ট বুকে ধারণ
করে, মা বাবা. .পাড়া. প্রতিবেশী.
ভাই বন্ধুদের মুখে হাসি ফুটায়, -সেই
ছেলেটাই মধ্যবিত্ত: "এক কথায় যে
ছেলেটা নিঃস্বার্থভাবে আজীবন
সেক্রিফাইজ করে চলে, -
সেই ছেলেটাই মধ্যবিত্ত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন