শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য প্রার্থনাকারীর জন্য ফেরেশতাদের দো‘আ :


মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য প্রার্থনাকারীর

জন্য ফেরেশতাদের দো‘আ :


সাফওয়ান (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন,
সন্ধ্যা উপনীত হলে আমি আবুদ দারদার
ঘরে উপস্থিত হলাম, কিন্তু
আমি তাকে ঘরে পেলাম না। উম্মুদ দারদা (রাঃ)
-এর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, এ বছর
তোমার কি হজ্জ করার ইচ্ছা আছে? আমি বললাম,
হ্যাঁ। তিনি বললেন, আমাদের মঙ্গলের জন্য
দো‘আ করবে। কেননা নবী (সা:) এরশাদ
করেছেন, ‘কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের
জন্য দো‘আ করলে তা কবুল করা হয় এবং তার
মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন,
যখনই সে ব্যক্তি তার ভাইয়ের জন্য মঙ্গলের
দো‘আ করে তখন সেই নিযুক্ত ফেরেশতা বলেন,
‘আমীন’ অর্থাৎ হে আল্লাহ! কবুল করুন
এবং তোমার জন্য অনুরূপ। (অর্থাৎ তোমার
ভাইয়ের জন্য যা চাইলে, আল্লাহ তোমাকেও
তাই দান করুন)
সাফওয়ান (রাঃ) বলেন, তারপর
আমি বাজারে গেলাম, সেখানে গিয়ে আবুদ
দারদা (রাঃ)-এর সাক্ষাৎ পেলাম, তিনিও
নবী (সা:) হতে একই রকম হাদীস শুনালেন।
(সহীহ মুসলিম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন