রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য



আমাদের যুবসমাজে যখন মূল্যবোধের চরম অবক্ষয় চলছে, তখন ‘সুড়ঙ্গের অপর প্রান্তে ক্ষীণ আলোর রেখা’র মতো কিছু ঘটনা আমাকে আশাবাদী করে। সাভারে রানা প্লাজার উদ্ধারকাজের সময় সবে কৈশোর উত্তীর্ণ তরুণ শুভ ও তার ফেসবুক বন্ধুরা হতাহতদের নানাভাবে সাহায্য করার পাশাপাশি একটি এতিম শিশুকে পরম স্নেহে কোলে তুলে নিয়ে তাকে মানুষ করার দৃপ্ত শপথ গ্রহণ করে এবং দুই লাখ টাকার একটি ফান্ড গঠন করে। এখন প্রতি মাসে ওরা ওই বাচ্চার জন্য আট হাজার টাকা খরচ করে।
মানবতার কী অপূর্ব নিদর্শন। আমাদের যুবসমাজের মধ্যে অফুরন্ত মানবিক গুণাবলি রয়েছে, তা এমনভাবেই বিকশিত হোক। এরাই হোক একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন